প্রথমবার মায়ের সঙ্গে মামাবাড়ি বেড়াতে গিয়েছে ‘রাজ্য’।
হেলিকপ্টারে চড়ে ছেলে কোলে নিজের বাড়ি যাওয়ার ভিডিও ও ছবি নিজেই পোস্ট করেছেন পরীমনি।
তবে সেখানে গিয়েই বোনের প্রতি মিষ্টি অভিযোগ আনলেন পরীমনি।
শুধু অভিযোগই নয়, প্রমাণ সাপেক্ষে ভিডিও পোস্ট করেছেন পরীমনি।
পরীমনির পোস্ট করা ভিডিওতে তার বোনকে ছেলের দুধ খেয়ে নিতে দেখা যাচ্ছে।
ভিডিওতে পরীমনিকে না দেখা গেলেও তাকে বলতে শোনা যাচ্ছে, ‘বাবু দেখ, তোর দুধ খেয়ে নিচ্ছে তোর খালা।’
এরপরই পরীমনির বোনকে বলতে শোনা যায়, ‘ছেলেকে খাওয়ানোর আগে মা কিংবা খালার সেটা চেখে দেখা উচিত, সেটার স্বাদ কেমন!
এইজন্য আমি খাচ্ছি। পরীমনিকে তখন মজা করে বলতে শোনা যাচ্ছে, বোতলে খা তাহলে। ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ’কোনো কাজ!!! ছেমরি’
গতবছর ১০ আগস্ট সন্তানের জন্ম দিয়েছিলেন পরীমনি। তারপর কেটে গিয়েছে প্রয় ৭ মাস। আপাতত ছেলেকে নিয়েই কাটছে পরীমনির জীবন। শুক্রবারই প্রথমবার ছেলে কোলে বাবার বাড়ি গিয়েছেন পরীমনি।
১৯৯২ সালের ২৪ অক্টোবর খুল;নার সাত;ক্ষী;রায় জ;ন্ম হয় পরীমনির। বাবা-মায়ের মৃ;ত্যু;র পর পিরোজপুরে দাদু শামসুল হকের কাছে তিনি মানুষ হন।
Leave a Reply